সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে নাঈম কিবরিয়া নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নাঈম পাবনা জেলা জজকোর্টের আইনজীবী ছিলেন। ইতিমধ্যে সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিওতে সেই রাতের ঘটনার নৃশংসতা ফুটে উঠেছে।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৯টা ৫৮ মিনিটে একটি প্রাইভেট কারের গতিরোধ করে সামনে দাঁড়ায় একটি মোটরসাইকেল। এ সময় প্রাইভেট কারের বাম পাশে আরও দুইটি মোটরসাইকেল এসে দাঁড়ায়। প্রাইভেট কার থেকে সেই আইনজীবী নাইম বের হওয়া মাত্রই উপুর্যুপুরি ঘুষি দিতে শুরু করে সামনের মোটর সাইকেল এর আরোহী। পরে আরও তিন-চার জন সেখানে যোগ দেন এবং টানা ঘুষি দিতে থাকেন তাঁর মুখে। এরপর সেই যুবকরা নাইমের প্রাইভেট কার এর তল্লাশী চালায় এবং এরপরে আবার তাঁকে মারতে থাকে।
নিহতের খালাতো ভাই মো. রাকিবুল ইসলাম শামীম অভিযোগ করেছেন, হামলাকারীরা মব তৈরি করে নাঈমকে পিটিয়ে এক পর্যায়ে আই ব্লকের সড়কে নাইমকে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বারিধারা এবং পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হামলাকারীদের পরিচয় তারা এখনও জানে না।








