জয়শঙ্করের সফর শুধু সৌজন্য নয়, রাজনৈতিক বার্তাও আছে : মাসুদ কামাল

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেছেন। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একজন ব্যস্ত ও প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও স্বল্প সময়ের জন্য বিশেষ বিমানে এসে নির্দিষ্ট কিছু উপদেষ্টার সঙ্গে বৈঠক করে চলে যান। এসব সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে পারে, তাদের সঙ্গে এখন থেকেই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে।

খালেদা জিয়ার মৃত্যু এখানে উপলক্ষ মাত্র, মূল বিষয় হচ্ছে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টক শো প্রগ্রামে উপস্থিত হয়ে তিনি এসব নিয়ে কথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক সফর নিয়ে তিনি বলেন, এই সফরটি শুধুই শ্রদ্ধা জানানো ছিল নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বার্তা ছিল— তা গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তিনি বলেন, জয়শঙ্করের এই সফরের মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক মহল একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের অপেক্ষায় রয়েছে।

একই সঙ্গে তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না করে শুধু আইন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করা বর্তমান সরকারের জন্য এক ধরনের কূটনৈতিক অস্বস্তিরও ইঙ্গিত দেয়। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অধ্যায় প্রাকৃতিকভাবেই শেষ হয়েছে, কারণ তিনি ইন্তেকাল করেছেন। তবে তার রাজনৈতিক প্রভাব পুরোপুরি শেষ হয়ে যাবে— এমনটা তিনি মনে করেন না। তিনি বলেন, খালেদা জিয়ার রাজনীতির কিছু অংশ বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার বা লিগ্যাসি হিসেবে আরো কিছুদিন বহন করা হবে।

তার কিছু ইতিবাচক রাজনৈতিক দিক বিএনপি অনুসরণ করবে। অন্যদিকে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় নিয়েও ভিন্নমত রয়েছে বলে মন্তব্য করেন মাসুদ কামাল। তিনি বলেন, অনেকে শেখ হাসিনার অধ্যায় শেষ দেখতে চান না। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বললে বোঝা যায়, তাদের একটি বড় অংশ এখনো মনে করেন যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে নেই। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, শেখ হাসিনার অধ্যায়ও শেষ হওয়া উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

» বাংলাদেশের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা

» আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

» আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি : হাসনাত আব্দুল্লাহ

» অনির্দিষ্টকালের জন্য সারাদেশে দোকান বন্ধ রাখার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

» জয়শঙ্করের সফর শুধু সৌজন্য নয়, রাজনৈতিক বার্তাও আছে : মাসুদ কামাল

» হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চের

» গণভোটের সম্পর্কে জনগণকে ধারণা দিতে প্রচারণায় বিলবোর্ড বসাচ্ছে সরকার

» বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে মরিশাসে বাংলাদেশ হাইকমিশনে শোকবই

» বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নিতে হবে: আমীর খসরু

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জয়শঙ্করের সফর শুধু সৌজন্য নয়, রাজনৈতিক বার্তাও আছে : মাসুদ কামাল

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেছেন। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একজন ব্যস্ত ও প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও স্বল্প সময়ের জন্য বিশেষ বিমানে এসে নির্দিষ্ট কিছু উপদেষ্টার সঙ্গে বৈঠক করে চলে যান। এসব সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে পারে, তাদের সঙ্গে এখন থেকেই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে।

খালেদা জিয়ার মৃত্যু এখানে উপলক্ষ মাত্র, মূল বিষয় হচ্ছে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টক শো প্রগ্রামে উপস্থিত হয়ে তিনি এসব নিয়ে কথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক সফর নিয়ে তিনি বলেন, এই সফরটি শুধুই শ্রদ্ধা জানানো ছিল নাকি এর পেছনে কোনো রাজনৈতিক বার্তা ছিল— তা গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তিনি বলেন, জয়শঙ্করের এই সফরের মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক মহল একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের অপেক্ষায় রয়েছে।

একই সঙ্গে তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না করে শুধু আইন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করা বর্তমান সরকারের জন্য এক ধরনের কূটনৈতিক অস্বস্তিরও ইঙ্গিত দেয়। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অধ্যায় প্রাকৃতিকভাবেই শেষ হয়েছে, কারণ তিনি ইন্তেকাল করেছেন। তবে তার রাজনৈতিক প্রভাব পুরোপুরি শেষ হয়ে যাবে— এমনটা তিনি মনে করেন না। তিনি বলেন, খালেদা জিয়ার রাজনীতির কিছু অংশ বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার বা লিগ্যাসি হিসেবে আরো কিছুদিন বহন করা হবে।

তার কিছু ইতিবাচক রাজনৈতিক দিক বিএনপি অনুসরণ করবে। অন্যদিকে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় নিয়েও ভিন্নমত রয়েছে বলে মন্তব্য করেন মাসুদ কামাল। তিনি বলেন, অনেকে শেখ হাসিনার অধ্যায় শেষ দেখতে চান না। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বললে বোঝা যায়, তাদের একটি বড় অংশ এখনো মনে করেন যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে নেই। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, শেখ হাসিনার অধ্যায়ও শেষ হওয়া উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com