সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিসাইল ও ড্রোন হামলার পর মধ্যে দিয়ে বুঝা যাচ্ছে, মস্কো যুদ্ধ বন্ধ করতে চায় না। শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন।
আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসানের জন্য আলোচনার মধ্যে তাদের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার আগে কিয়েভে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না এবং ইউক্রেনকে আরও বেশি দুর্ভোগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মস্কো বিশ্বজুড়ে অন্যদের ওপর চাপ বাড়ানোর জন্য প্রতিটি সুযোগ ব্যবহার করার চেষ্টা করে যাচ্ছে।
এর আগে জেলেনস্কি বলেন, তিনি মার্কিন মধ্যস্থতায় প্রণীত শান্তি পরিকল্পনা এবং মার্কিন নিরাপত্তা গ্যারান্টির জন্য পৃথক প্রস্তাবের ওপর মনোনিবেশ করতে চান। তবে এক ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা বলেছেন, জেলেনস্কি এবং ট্রাম্পের সাক্ষাতের পরিকল্পনা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার চেয়ে ভিন্ন। ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাব সম্পর্কে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের মেজর ভিটালি ক্লিটসকো বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণ প্রতিহত করছে। শহরের বাসিন্দাদের আশ্রয়স্থলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। তারপর থেকে দুপক্ষের মধ্যে সংঘাত এখনো চলছেই।
সূত্র: আলজাজিরা।








