সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নিজের ছোট ভাই ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানী করবস্থানে তার কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শেষে বনানীতে পৌঁছান তারেক রহমান। এখান থেকে ধানমন্ডিতে শ্বশুরের বাসা ‘মাহবুব ভবনে’ যাওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মারা যান আরাফাত রহমান কোকো। কিন্তু যুক্তরাজ্যে ছিলেন বড় ভাই তারেক রহমান। পরিস্থিতির কারণে জানাজায় অংশ নিতে পারেননি তিনি। সেই হিসাবে প্রথমবারের মতো কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।








