সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : শুধু ইউক্রেন নয় সাবেক সোভিয়েত সাম্রাজ্যের কিছু ইউরোপীয় ভূখণ্ডও দখল করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন এখনও পুরো ইউক্রেন দখল করতে চান। পাশাপাশি তিনি সাবেক সোভিয়েত অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্য থেকে সরে আসেননি। যার মধ্যে কিছু ও ইউরোপীয় ভূখণ্ডও রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে পুরোপুরি আক্রমণ শুরুর পর থেকে পুতিনের লক্ষ্য এখনও একই আছে।
মার্কিন হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেন, ‘গোয়েন্দা তথ্য বারবারই বলে আসছে, পুতিন ইউক্রেন ছাড়া আরও বেশি কিছু চাইছেন। ইউরোপীয়রাও এ তথ্যে দৃঢ়ভাবে বিশ্বাসী। পোল্যান্ড পুরোপুরি নিশ্চিত, আর বাল্টিক দেশগুলো মনে করছে তারাই পুতিনের প্রথম লক্ষ্য হতে যাচ্ছে।’
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচকরা একটি সমাধানে পৌঁছানের চেষ্টার মধ্যেই এমন চাঞ্চল্যকর তথ্য নতুন অনিশ্চয়তা ডেকে এনেছে। এই প্রতিবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ইউক্রেন শান্তি আলোচকদের মতের বিপরীতে। ট্রাম্পের দল দাবি করছিল, পুতিন সংঘাত শেষ করতে চাচ্ছেন। পুতিন ইউরোপের জন্য হুমকি নয়, এমন দাবির সঙ্গেও এই গোয়েন্দা তথ্য মেলেনি।
তবে এই তথ্য ইউরোপীয় নেতৃবৃন্দ ও গোয়েন্দা সংস্থার ধারণার সঙ্গে মিলে গেছে। ইউরোপীয়রা দীর্ঘদিন ধরে বলে আসছে, পুতিন পুরো ইউক্রেন ও সাবেক সোভিয়েত ব্লকের কিছু অঞ্চল দখল করতে চায়।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল দখলে নিয়েছে। যার মধ্যে রয়েছে লুহানস্ক ও দোনেতস্কের শিল্পাঞ্চল, জাপোরিজহিয়া ও খেরসন প্রদেশের কিছু অংশ ও ব্ল্যাক সি উপদ্বীপ।
সূত্র: রয়টার্স








