সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘আমরা কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছি। সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বহুলাংশে নিয়ে এসেছি। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘এখন এক্সচেঞ্জ রেট নিয়েও সমস্যা নেই। রিজার্ভ ভাল আছে। আমাদের রিজার্ভ আমাদেরকেই বাড়াতে হবে। বাজারকে স্থিতিশীল রেখে আমরা ডলার কিনছি। বছর শেষে ৩৪ বিলিয়ন ডলারে নিয়ে যেতে হবে আমাদের রিজার্ভ।
বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
গভর্নর আরও বলেন, ‘ব্যালেন্স অব পেমেন্টের জন্য আমাদের আইএমএফ’র টাকার দরকার নাই। ব্যাংকিং খাতের সংকট কিছুটা কমেছে। তবে মূলধন ঘাটতি আছে।’
তিনি বলেন, পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যাবে আজকালের মধ্যে। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকের ক্ষতি করতে পারে না। এখানে কর্মকর্তাদেরও দায় রয়েছে। ফলে দায়ী কর্মকর্তাদেরই আর্থিক পেনাল্টি দিতে হবে।








