সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো আসামিকে জাহান্নাম থেকে হলেও আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
সোমবার (১৫ ডিসেম্বরে) কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন জুমা। জুমা বলেন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাতে হবে। তারপর আবার জাহান্নামে যাবে।
তিনি বলেন, আমাদের দোয়া থাকবে ভাই সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। আর আমার ভাই যদি সুস্থ হয়ে না-ও ফিরে—আমরা আমাদের সংগ্রাম থেকে একচুল পরিমাণ বিচ্যুত হব না। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশে যে কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, আওয়ামী রাজনীতির বিরুদ্ধে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ্ ।







