সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে চাচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রাজধানীর কাকরাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, হাদিকে হত্যার চেষ্টার মধ্য দিয়ে পরাজিত ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে চাচ্ছে। সোশাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপিকে হীন করার অপচেষ্টা করা হচ্ছে। তবে তারা সফল হতে পারবে না। তরুণ প্রজন্মকে সেটা রুখে দিতে হবে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, আসন্ন নির্বাচনে দুইটা শক্তি আছে। একটা উদার গণতন্ত্রপন্থি শক্তি। আরেকটা পিছিয়ে পড়া শক্তি। যারা ধর্মের নামে দেশকে বিভক্ত করতে চায়, সেই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে, যেভাবে উঠেছিল ১৯৭১ সালে। তারা এখন এমনভাব দেখাচ্ছে যে, তারা নতুন বাংলাদেশ বির্নিমাণ করবে।
তিনি বলেন, নতুন ফ্যাসিস্ট আবার জাগতে আমরা দিতে পারি না। পিছিয়ে পড়তে দিতে পারি না। আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, নির্বাচনে কোন কোন শক্তি অংশগ্রহণ করছে, তা জনগণের কাছে পরিষ্কার। বিএনপির একটা গ্লোরিয়াস অতীত আছে। সেই অতীত আমাদের বিশ্লেষণ করতে হবে। যারা ধর্মের নামে বিভক্তি করে তাদেরও একটা অতীত আছে। যেই অতীত গ্লোরিয়াস নয়।







