ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ পেলো পটুয়াখালী ও খাগড়াছড়ির ৬০ জন নারী উদ্যোক্তা

ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশ ওপেন-সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায় পটুয়াখালী ও খাগড়াছড়িতে ভিন্ন ভিন্ন দুটি ‘আমরাই তারা’ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। এই দুই জেলায় প্রশিক্ষণ আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত করেছে ব্যাংকটি।

দেশের দুই প্রান্তের ৬০ জন উদীয়মান নারী উদ্যোক্তা তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, দূরদর্শী চিন্তাভাবনা এবং সক্ষমতা উন্নয়ন করা হয়।

নভেম্বর মাসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিটি জেলা থেকে ৩০ জন করে নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মৌলিক ব্যবসায়িক জ্ঞান, বাস্তবমুখী বাজার প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং ডিজিটাল দক্ষতার সমন্বয়ে সাজানো এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পরিবর্তিত বাজার পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

পটুয়াখালীতে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সঙ্গে ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের স্মল বিজনেসের রিজিওনাল হেড নাজমুল হক। তিনি অংশগ্রহণকারীদের কর্মশালা থেকে অর্জিত জ্ঞানকে ব্যবসার সম্প্রসারণে কাজে লাগাতে উদ্বুদ্ধ করেন।

খাগড়াছড়িতে অংশগ্রহণকারীদের সঙ্গে উপস্থিত ছিলে ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জাকারিয়া। তিনি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় পাহাড়ি অঞ্চলে নারী-নেতৃত্বাধীন উদ্যোগগুলোর বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন।

‘আমরাই তারা’ হলো দেশব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যা গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত হচ্ছে। নারী উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষমতায়ন, মেন্টরশিপ, মার্কেট অ্যাকসেস এবং আর্থিক প্রস্তুতিকে নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

পটুয়াখালী ও খাগড়াছড়িতে ‘আমরাই তারা’ কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন জেলাগুলোতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ তৈরি করছে, যেই জেলাগুলো প্রায়ই প্রচলিত ব্যবসা উন্নয়ন কর্মসূচির আওতার বাইরে থেকে যায়।

এভাবে দেশজুড়ে বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন।

‘আমরাই তারা’ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২০ জেলায় ৩,০০০-এরও বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন। এই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে দেশের প্রতিটি জেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা করছে ব্র্যাক ব্যাংক।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ওসমান হাদীর সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের

» হাসপাতালে মির্জা আব্বাসের উপস্থিতিতে কুরুচিপূর্ণ স্লোগান উদ্দেশ্যপ্রণোদিত: ইশরাক

» আমার সবকিছুর বিনিময়ে হলেও আল্লাহ আপনি হাদিকে ফিরিয়ে দিন: মাহমুদুর রহমান

» ‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি’: আসিফ নজরুল

» দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

» ডিএমপি কমিশনারে নামে ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনা হবে

» আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

» রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ

» বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫০৬ জন গ্রেফতার

» চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না আমিও না: প্রেস সচিব

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ পেলো পটুয়াখালী ও খাগড়াছড়ির ৬০ জন নারী উদ্যোক্তা

ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশ ওপেন-সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায় পটুয়াখালী ও খাগড়াছড়িতে ভিন্ন ভিন্ন দুটি ‘আমরাই তারা’ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। এই দুই জেলায় প্রশিক্ষণ আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত করেছে ব্যাংকটি।

দেশের দুই প্রান্তের ৬০ জন উদীয়মান নারী উদ্যোক্তা তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, দূরদর্শী চিন্তাভাবনা এবং সক্ষমতা উন্নয়ন করা হয়।

নভেম্বর মাসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিটি জেলা থেকে ৩০ জন করে নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মৌলিক ব্যবসায়িক জ্ঞান, বাস্তবমুখী বাজার প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং ডিজিটাল দক্ষতার সমন্বয়ে সাজানো এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পরিবর্তিত বাজার পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

পটুয়াখালীতে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সঙ্গে ছিলেন ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের স্মল বিজনেসের রিজিওনাল হেড নাজমুল হক। তিনি অংশগ্রহণকারীদের কর্মশালা থেকে অর্জিত জ্ঞানকে ব্যবসার সম্প্রসারণে কাজে লাগাতে উদ্বুদ্ধ করেন।

খাগড়াছড়িতে অংশগ্রহণকারীদের সঙ্গে উপস্থিত ছিলে ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশনের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জাকারিয়া। তিনি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় পাহাড়ি অঞ্চলে নারী-নেতৃত্বাধীন উদ্যোগগুলোর বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন।

‘আমরাই তারা’ হলো দেশব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যা গেটস ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত হচ্ছে। নারী উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষমতায়ন, মেন্টরশিপ, মার্কেট অ্যাকসেস এবং আর্থিক প্রস্তুতিকে নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

পটুয়াখালী ও খাগড়াছড়িতে ‘আমরাই তারা’ কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন জেলাগুলোতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ তৈরি করছে, যেই জেলাগুলো প্রায়ই প্রচলিত ব্যবসা উন্নয়ন কর্মসূচির আওতার বাইরে থেকে যায়।

এভাবে দেশজুড়ে বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন।

‘আমরাই তারা’ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২০ জেলায় ৩,০০০-এরও বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন। এই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে দেশের প্রতিটি জেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা করছে ব্র্যাক ব্যাংক।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com