সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জ্ঞান ও উদ্ভাবনের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি গ্রন্থাগার ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ‘বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর ৭০ বছর পূর্তি’ উদযাপন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, তথ্য সংগঠন, জ্ঞান সংরক্ষণ, তথ্য পুনরুদ্ধার এবং ব্যবহার-সকল ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তির সঠিক এবং ইতিবাচক প্রয়োগ লাইব্রেরিগুলোকে আরও আধুনিক, দক্ষ এবং ব্যবহারকারী-বান্ধব করে তুলতে পারে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ১২ ও ১৩ ডিসেম্বর ‘ল্যাব ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিইমাজিনিং লাইব্রেরিয়ানশীপ : ফরজিং দ্য ফিউচার উইথ অল টেকনোলজিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে জেনে আমি আনন্দিত।’
তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) একটি প্রাসঙ্গিক ও সময়োপযোগী উদ্যোগ নিয়েছে, যা দেশের লাইব্রেরি পেশাজীবীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের গবেষক ও বিশেষজ্ঞদের একত্রিত করছে।
ল্যাব গত সাত দশক ধরে দেশের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশার উন্নয়নে যে নিরলস ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে এই সম্মেলন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
প্রধান উপদেষ্টা বাংলাদেশ গ্রন্থাগার সমিতি আয়োজিত সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।







