অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাসার গ্রীল কেটে ঘরে ঢুকে র্যাব কর্মকর্তার স্ত্রী লিপি আক্তারকে (৩৫) গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলার শিমলাপল্লী এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের শুয়াকৈড় গ্রামের বাসিন্দা এবং ঢাকার মোহাম্মদপুরের বসিলা র্যাব-২ এ কর্মরত এএসআই মহর আলীর স্ত্রী।
সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে বাসার গ্রীল কেটে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লিপি আক্তার দেখে ফেলে চিৎকার করতে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।







