ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থী নীল দলের আলোচিত শিক্ষক আ ক ম জামাল উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিলেন একই বিভাগের আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা।
এর আগে আ ক ম জামাল, জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদ যান।
পরে তথ্য পেয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরের নেতৃত্বে আ ক ম জামালকে ধাওয়া দেওয়া হয়। পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। এ সময় এ বি জুবায়েররাও তার পেছনে পেছনে ছোটেন।
পরে তাদের সঙ্গে থাকা প্রাইভেট কারে করে ক্যাম্পাস ত্যাগ করেন তারা দুজন।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দৌড়ানি দেখে আপনার কেমন লেগেছে। এত কিছুর পরও তারা বীরদর্পে পালাতে পেরেছেন। আলহামদুলিল্লাহ!’
তিনি আরো বলেন, ‘পলায়নরত কারো সঙ্গে তুই-তোকারি করা হয়নি। চড়-থাপ্পড়, কিল-ঘুষি বা লাথি-গুতোর ঘটনাও ঘটেনি। ফলে কিছুটা হলেও সম্মান রক্ষা হয়েছে!’







