সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে বড় সংকট দুর্নীতিমুক্ত নেতৃত্ব। দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, আগামীতেও যদি দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যায় তবে বাংলাদেশ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা-৪ সংসদীয় এলাকার মিরহাজিরবাগে দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে গণসংযোগ পূবর্ক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাঁড়িপাল্লা ভোট দিলে এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না। সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজ থাকবে না। লুটেরা কিংবা দখলদার থাকবে না।
জামায়াতের নেতৃত্বে এদেশের আলেম-ওলামাদের সমন্বয়ে এবং সিভিল কমিটির মাধ্যমে আগামীর সমাজ পরিচালিত হবে। ফলে সমাজে একক কোনো দল প্রভাব বিস্তার করতে পারবে না। জনগণ জুলুমের শিকার হবে না।
এসময় তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল নির্বাচিত হয়ে যেভাবে ডাকসু, রাকসু, জাগসু, চাকসুতে নতুন সম্ভাবনার পথ উম্মোচিত করেছে একইভাবে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন ধারা উম্মোচন করবে। যেই বাংলাদেশকে বিশ্ব অনুসরণ করবে।
তিনি আরও বলেন, জামায়াত সন্ত্রাস-চাঁদাবাজ-দখলদার মুক্ত একটি নতুন বাংলাদেশ গঠন করতে চায়। জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায় বিচারের এক মানবিক বাংলাদেশ গড়তে চায়। যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো লুটপাট থাকবে না। জনগণের মৌলিক অধিকার ও সুরক্ষা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইতোমধ্যে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আগামীতে কোনো দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে নির্বাচিত না করতে। কারণ দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব নির্বাচিত হলে দেশ থেকে দুর্নীতি দূর হবে না বরং দুর্নীতি ব্যাপক বৃদ্ধি পাবে।
তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব যদি দুর্নীতিগ্রস্ত হয় তবে দুদক দুর্নীতি রোধ করতে পারবে না, বন্ধ করতে পারবে না। তাই দুর্নীতিমুক্ত সৎ যোগ্য আল্লাহভীরু নেতৃত্বকে নির্বাচিত করতে তিনি আহ্বান জানান।
ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, চব্বিশের বিপ্লব পরবর্তী গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। মানুষ এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সৎ যোগ্য, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত নেতৃত্বকে নির্বাচিত করবে। আর কোনো দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাস-চাঁদাবাজ নেতৃত্বকে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে না। সারাদেশের ন্যায় ঢাকা-৪ আসনের জনগণকেও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে ভোটের মাধ্যমে বয়কট করে ন্যায়-ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা ভোট দিতে তিনি আহ্বান জানান।
সভা শেষে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগ অভিযান পরিচালনা করে স্থানীয় নেতৃবৃন্দ। সময় ঢাকা-৪ সংসদীয় এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







