এসএমই পণ্য মেলা ২০২৫–এ উদ্যোক্তাদের বিনামূল্যে ব্যবসায়িক পরামর্শ সেবা দিচ্ছে ব্র্যাক ব্যাংক

ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫: ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৫–এ উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ ‘এসএমই সল্যুশন ক্লিনিক’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এখানে উদ্যোক্তাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে ওয়ান-টু-ওয়ান ব্যবসায়িক পরামর্শ সেবা।

৭ থেকে ১৪ ডিসেম্বর ২০২৫ আয়োজিত এই মেলায় প্রতিদিনই ব্যাংকটির পক্ষ থেকে একটি করে বিশেষ থিমের ওপর জোর দেওয়া হবে, যেখানে দেশি-বিদেশি বাজার, ডিজিটাল টুল, বুককিপিং, রিস্ক ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্সিংসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেবেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিরা এবং ব্র্যাক ব্যাংকের নিজস্ব বিশেষায়িত টিম।

৭ ডিসেম্বর ২০২৫ ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশনের আয়োজনে দেশের সবচেয়ে বড় এই এসএমই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এসএমই খাতের দীর্ঘদিনের অর্থায়ন অংশীদার ও পৃষ্ঠপোষক হিসেবে ব্র্যাক ব্যাংক এবার উদ্যোক্তাদের দক্ষতা ও প্রতিযোগিতা বাড়াতে ৮ দিনব্যাপী পূর্ণাঙ্গ কনসালটেশন প্রোগ্রাম হাতে নিয়েছে।

৭ ডিসেম্বর উদ্বোধনী দিনে ব্যবসার বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টেশন নিয়ে পরামর্শ দেন শাহিন’স হেল্পলাইনের ফাউন্ডার অ্যান্ড সিইও আমিনুল ইসলাম। এদিন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান কৌশলগত ব্যবসা পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা দেন।

৮ ডিসেম্বর ব্র্যাক ব্যাংকের ট্রেড স্পেশালিস্টরা ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানির প্রস্তুতি ও বৈশ্বিক বাজারে প্রবেশের নানা বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন। কীভাবে এআই ব্যবহার করে ব্যবসার কার্যক্রম ও উৎপাদনশীলতা বাড়ানো যায়, এ বিষয়ে ৯ ডিসেম্বর পরামর্শ দেন ৩৬০-এর ফাউন্ডার এমরাজিনা ইসলাম।

১০ ডিসেম্বর সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের বিশেষজ্ঞরা স্মার্ট বুককিপিং ও ই–কমার্স ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেবেন। ১১ ডিসেম্বর ডব্লিওআইটি ইনস্টিটিউটের ফাউন্ডার নাজিব রাফি বাজার সম্প্রসারণে কার্যকর ডিজিটাল মার্কেটিং টুল ব্যবহার শেখাবেন। ১২ ডিসেম্বর বিডিপ্রেনর-এর প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন ব্যবসা পরিকল্পনা ও অপারেশনাল ডিসিপ্লিন বিষয়ে দিকনির্দেশনা দেবেন। ১৩ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট টিম (সিআরএম) ঋণযোগ্যতা যাচাই ও ফরমাল ফাইন্যান্সিং প্রস্তুতি বিষয়ে সহায়তা সেবা দেবে।

১৪ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক ‘তারা’ পরিচালিত অ্যাডভাইজরি ডে-এর মাধ্যমে এই বিশেষ পরামর্শ সেবা সিরিজের সমাপ্তি ঘটবে। এদিন ব্র্যাক ব্যাংক ‘তারা’ টিম নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণ বিষয়ে বিশেষায়িত পরামর্শ সেবা দেবে।

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমরা চাই এই উদ্যোক্তা মেলায় উদ্যোক্তারা তাঁদের নানাবিধ সমস্যা নিয়ে এসে সুন্দর সমাধান নিয়ে ফিরে যাক। আমাদের লক্ষ্য হলো, এসএমই উদ্যোক্তাদের টেকসই ব্যবসার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও পরামর্শ দিয়ে ক্ষমতায়িত করা, যাতে তাঁরা আত্মবিশ্বাসের সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন। এসএমই
পণ্য মেলায় ব্র্যাক ব্যাংকের ‘এসএমই সল্যুশন ক্লিনিক’ দেশের এসএমই খাতের বিকাশে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জনতার গণজোয়ারে আগামীতে দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে: ডা. তাহের

» জনগণের ভাগ্যোন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামায়াত: গোলাম পরওয়ার

» বাংলাদেশের জনগণ চাঁদাবাজ, সন্ত্রাসকে ভোট দিতে চায় না : শায়েখে চরমোনাই

» জুলাই আন্দোলনের সময় মামার বাসা থেকে তুলে নিয়ে গেছিল ডিজিএফআই: হাসনাত

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

» সকলের বাকি দাবি-দাওয়া পরের নির্বাচিত সরকারের কাছে করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

» মিরপুরে উচ্ছেদ অভিযানে ডিএনসিসির কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ

» দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ : তারেক রহমান

» বিএনপি-জামায়াতের আলোচনায় জনগণের প্রত্যাশার সংস্কার নেই: আখতার হোসেন

» দুর্নীতির বিরুদ্ধে গণসংহতি আন্দোলনের ১১ দফা প্রস্তাবনা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এসএমই পণ্য মেলা ২০২৫–এ উদ্যোক্তাদের বিনামূল্যে ব্যবসায়িক পরামর্শ সেবা দিচ্ছে ব্র্যাক ব্যাংক

ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫: ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৫–এ উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ ‘এসএমই সল্যুশন ক্লিনিক’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এখানে উদ্যোক্তাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে ওয়ান-টু-ওয়ান ব্যবসায়িক পরামর্শ সেবা।

৭ থেকে ১৪ ডিসেম্বর ২০২৫ আয়োজিত এই মেলায় প্রতিদিনই ব্যাংকটির পক্ষ থেকে একটি করে বিশেষ থিমের ওপর জোর দেওয়া হবে, যেখানে দেশি-বিদেশি বাজার, ডিজিটাল টুল, বুককিপিং, রিস্ক ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্সিংসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেবেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিরা এবং ব্র্যাক ব্যাংকের নিজস্ব বিশেষায়িত টিম।

৭ ডিসেম্বর ২০২৫ ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশনের আয়োজনে দেশের সবচেয়ে বড় এই এসএমই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এসএমই খাতের দীর্ঘদিনের অর্থায়ন অংশীদার ও পৃষ্ঠপোষক হিসেবে ব্র্যাক ব্যাংক এবার উদ্যোক্তাদের দক্ষতা ও প্রতিযোগিতা বাড়াতে ৮ দিনব্যাপী পূর্ণাঙ্গ কনসালটেশন প্রোগ্রাম হাতে নিয়েছে।

৭ ডিসেম্বর উদ্বোধনী দিনে ব্যবসার বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টেশন নিয়ে পরামর্শ দেন শাহিন’স হেল্পলাইনের ফাউন্ডার অ্যান্ড সিইও আমিনুল ইসলাম। এদিন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান কৌশলগত ব্যবসা পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা দেন।

৮ ডিসেম্বর ব্র্যাক ব্যাংকের ট্রেড স্পেশালিস্টরা ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানির প্রস্তুতি ও বৈশ্বিক বাজারে প্রবেশের নানা বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন। কীভাবে এআই ব্যবহার করে ব্যবসার কার্যক্রম ও উৎপাদনশীলতা বাড়ানো যায়, এ বিষয়ে ৯ ডিসেম্বর পরামর্শ দেন ৩৬০-এর ফাউন্ডার এমরাজিনা ইসলাম।

১০ ডিসেম্বর সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের বিশেষজ্ঞরা স্মার্ট বুককিপিং ও ই–কমার্স ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেবেন। ১১ ডিসেম্বর ডব্লিওআইটি ইনস্টিটিউটের ফাউন্ডার নাজিব রাফি বাজার সম্প্রসারণে কার্যকর ডিজিটাল মার্কেটিং টুল ব্যবহার শেখাবেন। ১২ ডিসেম্বর বিডিপ্রেনর-এর প্রতিষ্ঠাতা সাজ্জাদ হোসেন ব্যবসা পরিকল্পনা ও অপারেশনাল ডিসিপ্লিন বিষয়ে দিকনির্দেশনা দেবেন। ১৩ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট টিম (সিআরএম) ঋণযোগ্যতা যাচাই ও ফরমাল ফাইন্যান্সিং প্রস্তুতি বিষয়ে সহায়তা সেবা দেবে।

১৪ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক ‘তারা’ পরিচালিত অ্যাডভাইজরি ডে-এর মাধ্যমে এই বিশেষ পরামর্শ সেবা সিরিজের সমাপ্তি ঘটবে। এদিন ব্র্যাক ব্যাংক ‘তারা’ টিম নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণ বিষয়ে বিশেষায়িত পরামর্শ সেবা দেবে।

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমরা চাই এই উদ্যোক্তা মেলায় উদ্যোক্তারা তাঁদের নানাবিধ সমস্যা নিয়ে এসে সুন্দর সমাধান নিয়ে ফিরে যাক। আমাদের লক্ষ্য হলো, এসএমই উদ্যোক্তাদের টেকসই ব্যবসার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও পরামর্শ দিয়ে ক্ষমতায়িত করা, যাতে তাঁরা আত্মবিশ্বাসের সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন। এসএমই
পণ্য মেলায় ব্র্যাক ব্যাংকের ‘এসএমই সল্যুশন ক্লিনিক’ দেশের এসএমই খাতের বিকাশে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com