সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ওইদিন রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) দলের সঙ্গেও সংলাপ হবে। এ পর্যন্ত মোট ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হলো। ইসিতে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল হয়েছে।
১৯ নভেম্বর সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপ হবে। আর দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।







