ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫: শরীয়তপুর জেলায় দুটি নতুন সাব-ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাক। এই দুটি নতুন সাব-ব্রাঞ্চ নিয়ে ব্যাংকটির মোট সাব-ব্রাঞ্চের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭-টিতে।
২৩ অক্টোবর ২০২৫ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অপারেশন্স মো. মুনীরুজ্জামান মোল্যা আনুষ্ঠানিকভাবে সাব-ব্রাঞ্চগুলো উদ্বোধন করেন। একটি সাব-ব্রাঞ্চ শরীয়তপুরের নড়িয়া উপজেলার সখিপুর ইউনিয়নে এবং অন্যটি ভেদরগঞ্জ উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে অবস্থিত।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, হেড অব সাব- ব্রাঞ্চেস বোরহান উদ্দিন, রিজিওনাল হেড নাকিব জামান এবং ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন চালু হওয়া সাব-ব্রাঞ্চ দুটির মাধ্যমে শরীয়তপুরের ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আরও সহজে ব্র্যাক ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক দেশব্যাপী ব্যাংকিং নেটওয়ার্ক আরও সম্প্রসারিত করছে।
এই সাব-ব্রাঞ্চগুলোতে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস মাধ্যমে ফান্ড ট্রান্সফার, রেমিটেন্স সেবা, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড সেবা, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড, চেকবই, আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ খোলাসহ প্রায় সব ধরনের ব্যাংকিং সেবা (ফরেন এক্সচেঞ্জ সার্ভিস ব্যতীত) উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, বর্তমানে ব্র্যাক ব্যাংক ২৯৮টি ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিসএবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত।







