সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) উৎপাদিত হবে যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ওই দিন সরকারি ছুটি। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ ডিসেম্বর)। ফলে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের বিশ্রামের সুযোগ।
চলতি বছর সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অক্টোবরের শুরুতেই ৪ দিনের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।এই ছুটির মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটি, আর ৩ ও ৪ অক্টোবর ছিল সাপ্তাহিক বন্ধ।
বছর শেষ হতে এখনও দুই মাসের বেশি বাকি থাকলেও এর মধ্যে আর কোনো সরকারি ছুটি নেই। বাকি রয়েছে শুধু বিজয় দিবসের ছুটি। তবে বিজয় দিবস পড়েছে মঙ্গলবার। তাই একদিনের ছুটি হলেও বড়দিনের ছুটির সঙ্গে মিলছে দীর্ঘ ছুটির সুযোগ।







