বৃহস্পতিবার (৯ অক্টোবর) নওগাঁর রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটে পিকেএসএফ বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় মোবাইল ফোন সার্ভিসিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এবং বিউটিফিকেশন ট্রেডের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: জিয়াউদ্দিন ইকবাল আরোও বলেন, “ঝওঈওচ প্রকল্পের মাধ্যমে পিকেএসএফ সারাদেশে প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। রুমিয়া ট্রেনিং ইন্সটিটিউট দক্ষতা উন্নয়নে যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আরও বলেন, “আপনারা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বাস্তব দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করুন। কারণ সত্যিকারের দক্ষতাই আপনাদের কর্মজীবন ও আত্মকর্মসংস্থানের মূল ভিত্তি হবে।”
তিনি সবাইকে আহ্বান জানান শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করে সমাজে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর (ট্রেনিং, এসেসমেন্ট অ্যান্ড মনিটরিং) মো: আরিফ হোসেন; উপদেষ্টা ডা: ময়নুল হক দুলদুল; নওগাঁ চেম্বার অব কমার্সের সদস্য মো: মনোয়ার হোসেন লিটন এবং রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের ফোকাল পারসন আনতারা ফাহমিদা, দৈনিক সমকালের নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের চেয়ারম্যান মো: মুরাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পখাতের বিকাশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকে কর্মমুখী ও আত্মনির্ভর করে তুলবে।
অনুষ্ঠানে নওগাঁর বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।