ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে চারজন জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ মোট আটজন আজ সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তাদের এই সফরের আয়োজন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা হন। যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, জুলাই ২০২৪-এর ঐতিহাসিক অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আহত ও দৃষ্টিশক্তি হারানো ছাত্র-জনতার ত্যাগের প্রতি সম্মান জানাতে মোট ২২ জনকে সৌদি আরব প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন ১১ জন দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধা ও তাদের সহায়ক ১১ জন সদস্য।
এরই অংশ হিসেবে আজ প্রথম ধাপে ৮ জনকে প্রেরণ করা হয়েছে। তাদের যাত্রার সব আয়োজন সম্পন্ন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেড।
ওমরাহ পালন শেষে জুলাই যোদ্ধারা সৌদি আরবে মোট নয় দিন অবস্থান করবেন। তারা মক্কায় হোটেল ওয়েস্টার্নে ১৪ অক্টোবর পর্যন্ত (৫ দিন) এবং মদীনায় হোটেল কুবা রোডে ১৮ অক্টোবর পর্যন্ত (৪ দিন) অবস্থান করবেন।
যাত্রার প্রাক্কালে আহত জুলাই যোদ্ধাদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিনিধিরা।
ওমরাহ পালনের এই মহৎ উদ্যোগের জন্য জুলাই যোদ্ধারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবাইকে তাদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।