ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৫-১৬ বছরে ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জ্ঞান-বিজ্ঞান চর্চার কোনো অবকাশ ছিল না, ফলে আজকে গুণ্ডা, মাস্তান তৈরি হচ্ছে।’
রবিবার (৫ অক্টোবর) রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)’ রেসিং কার নির্মাতা শিক্ষার্থী গবেষক দলকে মেধাভিত্তিক অনুপ্রারণা বৃদ্ধিতে তারেক রহমানের উৎসাহ প্রদান শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সামনে উন্নয়নের ফানুস দেখানো হয়েছে। মেট্রো রেল, উড়ালসেতু, ফ্লাইওভার কত গালভরা গল্প বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে।
খবরে দেখলাম ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। আজকে যদি সত্যিকারের বিজ্ঞাননির্ভর, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হতো; তাহলে শিক্ষা-ছাত্রের নাম নিয়ে অপকর্ম হতো না।’
তিনি বলেন, ‘একটি গবেষণা বলেছ, বাংলাদেশে শিক্ষার মান এখনো উন্নত নয়, শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয়। শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশপাশের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা যায় না।
যেখানে শিক্ষক এবং ছাত্র উভয়ই প্রযুক্তিনির্ভর শিক্ষা থেকে অনেকটা দূরে আছে। এটা অত্যন্ত বাস্তব এবং সত্য কথা। এ দেশের সরকারি এবং বেসরকারি প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর কোনো শিক্ষা কার্যক্রম নেই। ৪০ শতাংশ কম কথা নয় এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরো কঠিন অবস্থা। শহরে যদি কিছুটাও থাকে কিন্তু গ্রামীণ অঞ্চলে এই ঘাটতি আরো তীব্র। আমরা সেই দেশে বসবাস করছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিমসহ আইইউটির রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা।







