ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলাজুড়ে ছাত্র-জনতা বিক্ষোভের ডাক দিয়েছে। এই দাবির প্রতি একাত্মতা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আজ শুক্রবার (৩ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লেখেন, একাত্মতা। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে একসাথে এই দাবিতে রাজপথে দেখা হবে।’
এর আগের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা এবং বিকেল ৫টায় নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় পৃথক ব্লকেড কর্মসূচি পালিত হয়। সোনাইমুড়ী চৌরাস্তা এলাকায় আয়োজিত কর্মসূচির ফলে নোয়াখালী-কুমিল্লা ও চৌমুহনী-রামগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলাকালে সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে এবং ব্যাপক জনভোগান্তির সৃষ্টি হয়।
ব্লকেড কর্মসূচির আয়োজন করে ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি’, ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ এবং সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার সর্বস্তরের জনসাধারণ। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য দেন চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি ও বাস্তবায়ন কমিটির উপজেলা সভাপতি আনিস আহমেদ, পৌর বিএনপির সদস্যসচিব আহসানুল হক, জামায়াত নেতা জামাল উদ্দিন এবং উপজেলা সংগঠক ফজলে রাব্বি।
বক্তারা বলেন, নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার একটি ষড়যন্ত্র চলছে, যা জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জনগণের মতামত ছাড়া বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। তারা দাবি জানান, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা—এই পাঁচ জেলা নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ গঠন করতে হবে। অন্য কোনো জেলার নামে প্রশাসনিক বিভাগ গঠনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তারা।