সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে জলপাই খাওয়ানোর প্রলোভনে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তুষার (১৮) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর ওই এলাকায় খেলাধুলা করছিল শিশুটি। ওইদিন তাকে জলপাই খাওয়ানোর কথা বলে ভ্যানে তুলে জঙ্গল নিয়ে গিয়ে ধর্ষণ করে তুষার। এরপর আবার ভ্যানে তুলে ললিপপ খাওয়ার জন্য ১০ টাকা দিয়ে একজনের বাসায় সামনে নামিয়ে দেয়। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করে সে। তবে শিশুটি তার বাবাকে ঘটনাটি বললে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপর অভিযোগ সাপেক্ষে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে র্যাব-৫ রাজশাহীর ল্যান্স করপোরাল (মিডিয়া) শরিফ উদ্দিন বলেন, গ্রেফতার আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।