সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : সময় টিভির একটি টকশোতে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেন, “১৯৭১-এর ইস্যুটি একটি মীমাংসিত বিষয়। এখন এটি নতুন করে সামনে আনার কোনো প্রয়োজন নেই। যারা এটি নতুন করে উত্থাপন করছেন, তারা মূলত ফ্যাসিবাদী আচরণ প্রদর্শন করছেন।
তিনি আরও বলেন, “আমরা গত ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নিপীড়ন, গুম, হত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করছি। যখন ছাত্র-জনতা এসবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং একপর্যায়ে তাদের (সরকারকে) বিতাড়িত করার মতো গণআন্দোলন গড়ে তুলেছে, তখনই তারা আবার নানা ছলচাতুরির মাধ্যমে দেশে ফিরে আসার গেম খেলছে।
দেলাওয়ার হোসেন মন্তব্য করেন, “যদি জামায়াতের কোনো কর্মীও নতুন করে ’৭১ নিয়ে কথা বলেন, তাহলে তাকেও ফ্যাসিবাদীদের দোসর হিসেবে গণ্য করা উচিত। কারণ এ ধরনের কৌশল ব্যবহার করে ফ্যাসিবাদী শক্তিরাই বাংলাদেশে দমন-পীড়নের রাজনীতি কায়েম করেছিল।
তিনি বলেন, “বর্তমানে সব দলমত নির্বিশেষে একটি নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। এমন সময় পুরনো ও মীমাংসিত ইস্যু সামনে এনে বাংলাদেশকে আবার বিভক্ত করার কোনো সুযোগ নেই।”