ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : হৃতিক রোশান ও রাকেশ রোশানের ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’ ভারতের জনপ্রিয় হিন্দি সিনেমাগুলোর মধ্যে অন্যতম ।
এই ফ্র্যাঞ্চাইজির সিনেমা হৃত্বিক রোশান অভিনীত ‘কৃশ ৪’ আসছে বলে শোনা যাচ্ছিল বেশ কয়েক বছর ধরে। তবে বাজেট জটিলতায় সিনেমাটি হোঁচট খেতে চলেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গেল বছর এই সিনেমার পরিচালক রাকেশ রোশান জানিয়েছিলেন ‘কৃশ ৪’ এর কাজ হবে এই বছরেই। কিন্তু বছর না ঘুরতেই সেই কথা রাখতে পারছেন না তিনি।
রাকেশ সিনেমার জন্য বাজেট ধরেছেন ৭০০ কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসছেন প্রযোজকেরা। কোনো প্রযোজনা সংস্থা বিপুল পরিমাণ টাকা খরচ করতে এবং এত বড় ঝুঁকি নিতে রাজি নয়। ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির সূচনা ২০০৩ সালে। প্রথমটি সাড়া তোলা ‘কোই মিল গ্যায়া’; এরপর ২০০৬ সালে ‘কৃশ’ ও ২০১৩ সালে আসে ‘কৃশ ৩’। তিনটি সিনেমাই বক্স অফিসকে সন্তুষ্ট করেছে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। আনন্দ ও হৃত্বিক দুজনে অনেকদিনের বন্ধু । হৃত্বিক প্রথমে আনন্দকে দায়িত্ব দিয়েছিলেন কোনো স্টুডিওর সঙ্গে চুক্তি করার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন শোনা যাচ্ছে, আনন্দ ও তার প্রযোজনা প্রতিষ্ঠান মারফিক্স এ সিনেমার সঙ্গে যুক্ত থাকছে না।
হৃতিক এবং রাকেশ ব্যক্তিগতভাবে বিভিন্ন স্টুডিওর সাথে কথা বলে একটি ভালো চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন ‘কৃশ ৪’ ফিল্মক্রাফট এবং অন্য একটি বড় স্টুডিওর যৌথ প্রযোজনায় তৈরি হতে পারে। আগে বলা হয়েছিল, চলতি বছরের শেষের দিকে ‘কৃশ ৪’ এর কাজ শুরু হবে। এখন ধারণা করা হচ্ছে, সিনেমার কাজ পেছাবে ২০২৬ সাল নাগাদ।