ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র গোপনে তৈরি করার উদ্দেশ্যে কক্সবাজার উখিয়া থানার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে যশোর যাওয়া পথে মাগুরা শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকা থেকে ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১ মার্চ) দুপুরে পুলিশ সুপার মিনা মাহমুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার বাবুখালী রোহিঙ্গা ক্যাম্পের সানাউল্লা (৩৮), একই থানার লাম্বাসিয়া ক্যাম্পের মো. আইয়ুব (২৬), একই এলাকার সাব ব্লক রোহিঙ্গা ক্যাম্পের রাজিয়া বেগম (২০), একই এলাকার ৫নং রোহিঙ্গা ক্যাম্পের মো. হারেজ (১৫), একই এলাকার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের মো. আরজ (২০), একই এলাকার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের মো. এরফান ( ২৫)।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, রোহিঙ্গা নাগরিকদের মধ্যে সানাউল্লা তার পরিচয় গোপন করে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বর্তমান ঠিকানা ও বান্দরবন জেলার নাইক্ষ্যাংছড়ি এলাকার মোদ্রামা ঘোনা গ্রামকে স্থানী ঠিকানা দেখিয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে।
কার্যত সানাউল্লার নেতৃত্বে অপর ৫ জন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশ্যে যশোর যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে খুলনাগামী সৌদিয়া ও এম আর পরিবহন থেকে তাদের আটক করা হয়।