৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :   ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুতির ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় লাইনচ্যুতি হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত বগি ও পেছনের কয়েকটি বগি ফেলে রেখে মাত্র পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা ভোগান্তি পোহান। তবে আজ সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শিহান পরমানিক নামের এক ট্রেন যাত্রী বলেন, আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। আমরা কিছুটা ভয় পেলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা তখন থেকেই এখানে অবস্থান করছি।

 

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, ভোর পৌনে ৪টার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

 

অনন্তপুর এলাকার বাসিন্দা মইনুল ইসলাম বলেন, হললিয়া ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙ্গা থাকায় সম্ভবত ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ব্রিজের উপরে একদম পাটাতনের ধার ঘেঁষে ট্রেনে চাকা গিয়েছে। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

 

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি রবিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে আক্কেলপুর স্টেশনের আগে ভদ্রকালি এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করলে ৫ ঘণ্টা পর সকাল ৯টা থেকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। ট্রেন লাইনচ্যুতিতে কেউ হতাহত হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» প্রয়োজন ৩০ বিলিয়ন ডলার, ২ বিলিয়ন আনতেই ‘জান বের হয়ে যায়’

» পরাজয়ের আশঙ্কা থেকে একটি গোষ্ঠী সাইবার অ্যাটাক দিচ্ছে : ছাত্রদল

» শ্বাসকষ্ট বেড়েছে নুরের, হাসপাতালে ভিড় না করার অনুরোধ

» বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৭৭ জন গ্রেফতার

» ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তার’ পর আলোচনায় আগ্রহী হামাস

» ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: ডিএমপি

» আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

» সারাদেশে ৩৩ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা : স্বরাষ্ট্র উপদেষ্টা

» নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেফতার আরও ৪

» ‎অবৈধভাবে মজুত করা টিসিবির ৫৪৪ বস্তা চাল জব্দ, আটক ৭

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :   ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুতির ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় লাইনচ্যুতি হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত বগি ও পেছনের কয়েকটি বগি ফেলে রেখে মাত্র পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা ভোগান্তি পোহান। তবে আজ সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শিহান পরমানিক নামের এক ট্রেন যাত্রী বলেন, আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। আমরা কিছুটা ভয় পেলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা তখন থেকেই এখানে অবস্থান করছি।

 

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, ভোর পৌনে ৪টার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

 

অনন্তপুর এলাকার বাসিন্দা মইনুল ইসলাম বলেন, হললিয়া ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙ্গা থাকায় সম্ভবত ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ব্রিজের উপরে একদম পাটাতনের ধার ঘেঁষে ট্রেনে চাকা গিয়েছে। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

 

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি রবিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে আক্কেলপুর স্টেশনের আগে ভদ্রকালি এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করলে ৫ ঘণ্টা পর সকাল ৯টা থেকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। ট্রেন লাইনচ্যুতিতে কেউ হতাহত হয়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com