সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সৃষ্ট উত্তেজনা এখনো কাটেনি। প্রায় পাঁচ ঘণ্টা পর মূল ভবন থেকে বের হতে পারলেও, সরকারের দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ফের কলেজ গেটে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে উপদেষ্টাদের গাড়ি বেরোতে পারেনি এবং বাধ্য হয়ে ৩টা ৪৮ মিনিটে গাড়ি ঘুরিয়ে ফের মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ফেরত আনা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই মাইলস্টোন কলেজে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায়, আজ যখন সরকারের দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থল পরিদর্শনে আসেন, তখন তাদের কলেজ থেকে বের হওয়ার পথে শিক্ষার্থীরা বাধা দেয়।
শিক্ষার্থীদের এই আকস্মিক ও তীব্র অবরোধের কারণে উপদেষ্টাদের গাড়ি সামনে এগোতে পারেনি। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে ৩টা ৪৮ মিনিটে গাড়ি ঘুরিয়ে ফের মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভেতরে ফেরত আনা হয়। বর্তমানে উপদেষ্টারা কলেজের ভিতরেই অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা গোল চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।