চাঁপাইনবাবগঞ্জে ৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার নিমতলা মোড় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজন দোকানি বলেন, রাত সাড়ে ৯টার দিকে শহরের ম্যাথরপাড়ার দিক থেকে ১০-১২ জন কিশোর দলবেঁধে নিমতলায় এসেই ককটেলগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ হলেও মাঝ রাস্তায় আরও চারটি ককটেল অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার এসআই আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।