ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার ও ২৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফ সদর ইউপির ছোট হাবিবপাড়ার হাবিবছড়া গ্রামের জিয়াবুলের বাড়ির আঙ্গিনার এবং অন্যান্য অজ্ঞাত স্থানে মাটির নিচে মাদক লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকালে অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘ ২ ঘণ্টা ব্যাপক তল্লাশি চালিয়ে ছোট হাবিবপাড়ার রশিদের ছেলে আাব্দুল আমিন (১৯) এবং মৃত মোহাম্মদ ইসমাঈলের ছেলে সোলেমান হোসেনকে (২৩) আটক করে। পরে তাদের দেখানো মতে ৪০ হাজার পিস ইয়াবা এবং ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক আসামিদের জব্দকৃত ইয়াবা এবং গাঁজাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।