ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : ছয় দফা দাবিতে খুলনায় চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ট্রেন আটকে দেওয়ার প্রায় ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ সকাল সোয়া ৯টা ১৫ মিনিটের দিকে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় ট্রেন আটকে দেন তারা।
শিক্ষার্থীরা ট্রেন অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১২টার দিকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী মো. হানিফ আকাশ ঢাকা পোস্টকে বলেন, আমাদের ছয় দফা দাবি মানতে হবে। এর মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগসহ ছয় দফার সকল দাবি মানতে হবে বলে জানান তারা। শুধু আশ্বাস নয়, আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি।
খুলনা রেল স্টেশনমাস্টার জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে ১২টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। একে একে চিত্রা, রকেট ও মহানন্দা ট্রেন ছেড়ে যায়।