ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বরগুনার পাথরঘাটা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ রেজাউল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার রাতে কাঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম থেকে তাকে আটক করা হয়। রেজাউল কাঠালতলী ইউনিয়নের হোসেনপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।
কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ৩৫ কেজি হরিণের মাংস বন বিভাগের কাজে হস্তান্তর করা হয়। আটক রেজিউলের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।