ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে ৩০০ লিটার চোলাই মদসহ বিষু দাস (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিষু দাস পূর্ব গোমদণ্ডী সর্দার পাড়ার মৃত বিমল দাসের ছেলে।
মঙ্গলবার রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব গোমদণ্ডী এলাকা থেকে ৩০০ লিটার চোলাই মদসহ বিষু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার বিষু দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মো. জুয়েল রানা।