সংগৃহীত অর্থ
অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বালুখালী সীমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এসময় কাউকেই আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
উখিয়া ৬৪-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়- মঙ্গলবার রাত ৮টার দিকে বালুখালী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে রাত ৯টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে এগিয়ে আসে। এসময় বিজিবির চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে নীল রঙের বায়ুরোধী ২৮ কাটে মোট ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও চিহ্নিত চোরাকারবারিদের কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।