ফাইল ছবি
ঝালকাঠির কাঠালিয়ায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ আটক করেছে। এসময় কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনয়িনের সোহবার হোসেন হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমানের (৩৮) ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়।
বিপুল পরিমাণ গাঁজাসহ আটক মো. মিজানুর রহমানের ও সুমন হাওলাদারকে কাঠালিয়া থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।