ফাইল ছবি
অনলাইন ডেস্ক : আগছে ২৫ মার্চ গণহত্যা দিবসে সারাদেশে এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত দেশজুড়ে এ কর্মসূচি পালন করা হবে। তবে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) ও জরুরি স্থাপনাগুলো এর আওতার বাইরে থাকবে।
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ রাতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এর আগের বছরগুলোর মতো এবার ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত সমরাস্ত্র প্রদর্শনী হবে না বলে সভার কার্যবিবরণীতে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরজুড়ে হত্যাযজ্ঞ চালায়। পরদিন থেকে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ।