ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ। মাছটি অনলাইনের মাধ্যমে গাজীপুরে ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
আজ সকালে আরিচা ও নগরবাড়ী ঘাটের মাঝামাঝি এলাকা থেকে জেলে পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে পরান হালদার তার সঙ্গীদের নিয়ে আরিচা ও নগরবাড়ী এলাকার মাঝামাঝি এলাকায় জাল ফেললে তাদের জালে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ আটকা পড়ে। পরে তারা মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখের সাথে যোগাযোগ করলে শাহাজাহান শেখ ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহাজাহান শেখ বলেন, জেলে পরান হালদারের সাথে সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করে তার কাছ থেকে ২৫ কেজি ওজনের কাতল মাছটি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নিই। পরে গাজীপুরের এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৬০ হাজার টাকায় বিক্রি করেছি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা ও যমুনা নদীতে পানি কমে যাওয়ায় এখন বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে।