ফাইল ফটো
অনলাইন ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯৯৯ জনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ৯৯৯ জনকে। সবমিলিয়ে সারাদেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৬৩৮ জন।
অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র-পুরাতন একটি বিদেশি পিস্তল, এলজি একটি, পিস্তলের ম্যাগাজিন একটি, শটগানের সিসা কার্তুজ একটি, চাপাতি একটি, বটি একটি ও ছোরা দু’টি।