ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ২২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ দুপুরে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ছবিরতলা গ্রামের প্রয়াত ইয়াছিনের ছেলে মো. নুর মিয়া, টাঙ্গাইলের কালিহাতি থানার পরেশ চন্দ্র সরকারের ছেলে সাধন চন্দ্র সরকার এবং শেরপুর জেলার ঝিনাইগাতি থানার জারুনতলা গ্রামের আব্দুর রশিদের মেয়ে রাশিদা বেগম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানাধীন হরতকীতলা এলাকার সাবিনা স্টোর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।