২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রায় বছরখানেক আগেই টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের এই আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো তিন দেশের আয়োজনে ৪৮টি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে। ফিফা আশা করছে ১০৪ ম্যাচের বৃহৎ আসরে ৬৫ লাখ দর্শকের উপস্থিতি থাকবে।

 

২০২৬ সালের এই যুগান্তকারী টুর্নামেন্ট শুরু হবে বৃহস্পতিবার, ১১ জুন মেক্সিকো সিটিতে এবং শেষ হবে রবিবার, ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সিতে—যেখানে সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের অসাধারণ সফলতার পর বিশ্বকাপ ২০২৬ নিয়ে উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র যখন বিশ্বের সবচেয়ে বড় ও সেরা ক্রীড়া ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে, তখন আমরা পুরো বিশ্বকে উত্তর আমেরিকায় স্বাগত জানাতে প্রস্তুত। বিশ্বজুড়ে ভক্তদের এখনই প্রস্তুতি নিতে বলছি—এটি হবে ক্রীড়াবিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত আসন।”

 

ফিফা জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট সংগ্রহের জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন ফুটবল অনুরাগীরা। যা চালু থাকবে আগামী বছরের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে।

 

টিকিট ক্রয়ে ইচ্ছুক ব্যক্তিদের fifa.com/tickets (ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি থাকা আবশ্যক)-এর মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে।

 

টিকিট ক্রয়ই অবশ্য মাঠে বসে খেলা দেখার জন্য যথেষ্ট হবে না। তার আগে বরং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে থেকে যাওয়া সমর্থকদের প্রবেশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরবর্তীতে সঙ্গে রাখতে হবে সেসব কাগজপত্র।

 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে ক্যাটাগরি ভিত্তিক ৩৫৩ ডলার থেকে ৭০৬ ডলার (৪২ হাজার ৮২০ টাকা থেকে ৮৫ হাজার ৬০০ টাকা) পর্যন্ত খরচ করতে হবে। গ্রুপ পর্ব ও শেষ ৩২ পর্বের টিকিটের দাম থাকবে ৮২ ডলার থেকে ২৫৯ ডলারের (৯ হাজার ৯০০ টাকা থেকে ৩১ হাজার ৪০০ টাকা) মধ্যে।

 

শেষ ষোলো পর্বের ম্যাচ মাঠে বসে উপভোগ করতে গুনতে হবে ১১৮ ডলার থেকে ৩১৮ ডলার (১৪ হাজার ৩০০ টাকা থেকে ৩৮ হাজার ৫০০ টাকা)। আর কোয়ার্টার ফাইনালের ম্যাচর জন্য টিকিটপ্রতি খসাতে হবে ২৩৫ ডলার থেকে ৪৯৪ ডলার (২৮ হাজার ৫০০ টাকা থেকে ৫৯ হাজার ৯০০ টাকা)

 

সেমিফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ কড়া হয়েছে ৪১২ ডলার থেকে ১ হাজার ১১৮ ডলার (৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা)। আর ফাইনাল ম্যাচে মাঠে বসে দেখতে চাইলে গুনতে হবে ৭০৬ ডলার থেকে ১ হাজার ৮৮২ ডলার (৮৫ হাজার ৬০০ টাকা থেকে ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা)।

 

এছাড়া ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের মাধ্যমেও টিকিট বিক্রির পরিকল্পনা করেছে ফিফা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ প্যাকেজের মাধ্যমে একক আয়োজক শহরে ৪ থেকে ৯ ম্যাচ উপভোগ করতে সর্বনিম্ন দাম ৮ হাজার ২৭৫ ডলার (১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা) খরচ করতে হবে।

 

এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট একটি দলের সব ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে আপনাকে নিতে হবে ফলো মাই টিম সিরিজ প্যাকেজ। নির্দিষ্ট একটি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ (স্বাগতিক দল বাদে) দেখার খরচ পড়বে সর্বনিম্ন দাম ৬ হাজার ৭৫০ ডলার (৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)।  সূত্র: ফিফা

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জাকসুতেও শিবিরের জয়জয়কার

» ম্যানুয়াল পদ্ধতিতে রাকসু ভোট গণনাসহ ১২ দফা দাবি ছাত্রদলসহ ২ প্যানেলের

» জাকসু নির্বাচনে বিজয়ীদের ফল প্রকাশ, ভিপি জিতু ও জিএস মাজহারুল ইসলাম

» দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে : তারেক রহমান

» জনগণ রায় দিলে দেশকে ৫ বছরেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব: জামায়াত আমির

» পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয়: চরমোনাই পীর

» ‘সরকার-উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে’: নাহিদ ইসলাম

» ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

» আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো সন্দেহ নেই: উপদেষ্টা সাখাওয়াত

» সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জে সুপারির বাম্পার ফলন ১৬ কোটি টাকার সুপারি উৎপাদন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য প্রকাশ, কিনবেন যেভাবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রায় বছরখানেক আগেই টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের এই আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো তিন দেশের আয়োজনে ৪৮টি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে। ফিফা আশা করছে ১০৪ ম্যাচের বৃহৎ আসরে ৬৫ লাখ দর্শকের উপস্থিতি থাকবে।

 

২০২৬ সালের এই যুগান্তকারী টুর্নামেন্ট শুরু হবে বৃহস্পতিবার, ১১ জুন মেক্সিকো সিটিতে এবং শেষ হবে রবিবার, ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সিতে—যেখানে সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের অসাধারণ সফলতার পর বিশ্বকাপ ২০২৬ নিয়ে উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র যখন বিশ্বের সবচেয়ে বড় ও সেরা ক্রীড়া ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে, তখন আমরা পুরো বিশ্বকে উত্তর আমেরিকায় স্বাগত জানাতে প্রস্তুত। বিশ্বজুড়ে ভক্তদের এখনই প্রস্তুতি নিতে বলছি—এটি হবে ক্রীড়াবিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত আসন।”

 

ফিফা জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট সংগ্রহের জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন ফুটবল অনুরাগীরা। যা চালু থাকবে আগামী বছরের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে।

 

টিকিট ক্রয়ে ইচ্ছুক ব্যক্তিদের fifa.com/tickets (ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি থাকা আবশ্যক)-এর মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে।

 

টিকিট ক্রয়ই অবশ্য মাঠে বসে খেলা দেখার জন্য যথেষ্ট হবে না। তার আগে বরং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে থেকে যাওয়া সমর্থকদের প্রবেশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরবর্তীতে সঙ্গে রাখতে হবে সেসব কাগজপত্র।

 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে ক্যাটাগরি ভিত্তিক ৩৫৩ ডলার থেকে ৭০৬ ডলার (৪২ হাজার ৮২০ টাকা থেকে ৮৫ হাজার ৬০০ টাকা) পর্যন্ত খরচ করতে হবে। গ্রুপ পর্ব ও শেষ ৩২ পর্বের টিকিটের দাম থাকবে ৮২ ডলার থেকে ২৫৯ ডলারের (৯ হাজার ৯০০ টাকা থেকে ৩১ হাজার ৪০০ টাকা) মধ্যে।

 

শেষ ষোলো পর্বের ম্যাচ মাঠে বসে উপভোগ করতে গুনতে হবে ১১৮ ডলার থেকে ৩১৮ ডলার (১৪ হাজার ৩০০ টাকা থেকে ৩৮ হাজার ৫০০ টাকা)। আর কোয়ার্টার ফাইনালের ম্যাচর জন্য টিকিটপ্রতি খসাতে হবে ২৩৫ ডলার থেকে ৪৯৪ ডলার (২৮ হাজার ৫০০ টাকা থেকে ৫৯ হাজার ৯০০ টাকা)

 

সেমিফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ কড়া হয়েছে ৪১২ ডলার থেকে ১ হাজার ১১৮ ডলার (৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা)। আর ফাইনাল ম্যাচে মাঠে বসে দেখতে চাইলে গুনতে হবে ৭০৬ ডলার থেকে ১ হাজার ৮৮২ ডলার (৮৫ হাজার ৬০০ টাকা থেকে ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা)।

 

এছাড়া ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের মাধ্যমেও টিকিট বিক্রির পরিকল্পনা করেছে ফিফা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ প্যাকেজের মাধ্যমে একক আয়োজক শহরে ৪ থেকে ৯ ম্যাচ উপভোগ করতে সর্বনিম্ন দাম ৮ হাজার ২৭৫ ডলার (১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা) খরচ করতে হবে।

 

এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট একটি দলের সব ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে আপনাকে নিতে হবে ফলো মাই টিম সিরিজ প্যাকেজ। নির্দিষ্ট একটি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ (স্বাগতিক দল বাদে) দেখার খরচ পড়বে সর্বনিম্ন দাম ৬ হাজার ৭৫০ ডলার (৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)।  সূত্র: ফিফা

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com