[ঢাকা, ২১ মে, ২০২৫] বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে মেটলাইফ বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করে। মেটলাইফের দাবি নিষ্পত্তির হার ৯৭.৭৯ শতাংশ যা সর্বোচ্চ হার গুলোর মধ্যে অন্যতম ।
নিষ্পত্তি করা বীমা দাবির মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত দাবির পরিমাণ ছিল ২৩৭ কোটি টাকা, মৃত্যুজনিত দাবির পরিমাণ ১৪০ কোটি টাকা এবং মেয়াদ পূর্ণ ও আংশিক মেয়াদ পূর্ণসহ অন্যান্য দাবির পরিমাণ ছিল মোট ২ হাজার ৫১৮ কোটি টাকা।
বিগত ৫ বছরে অর্থাৎ ২০২০ থেকে ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ ১১ হাজার ৪ শ’ কোটিরও বেশি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “মেটলাইফ প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ বীমা দাবির নিষ্পত্তি এরই প্রমাণ। আমাদের গ্রাহকদের প্রয়োজনের আমরা সবসময় তাদের পাশে রয়েছি, প্রতিটি দাবি পরিশোধই আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন।
কোম্পানি ভিত্তিক দাবি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন:
https://idra.org.bd/sites/default/files/files/idra.portal.gov.bd/miscellaneous_info/4e6090be_d3b4_4a46_bd9f_0d27a130d711/2025-05-15-11-53-c663ca0ae44f9cf768d46ab5da226a6d.pdf