ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ২২৫ টাকায় বিক্রি হয়েছে।
আজ সকাল ৮টায় দৌলতদিয়া ঘাটে দেলোয়ারের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ৬ হাজার টাকায় ইলিশটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, দেড় কেজি ওজনের ইলিশ মাছটি প্রতি কেজি ৪ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৬ হাজার ২২৫ টাকায় শিবচরে এক ক্রেতার কাছে অনলাইনে বিক্রি করেছি
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, নদীতে পানি কম থাকায় মাঝেমধ্যেই জেলেদের জালে বড় বড় ইলিশ, রুই, কাতল, বোয়াল, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।