ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সতেরো বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ প্রার্থনা করেছিল যে তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করতে পারবে।’
রোববার (৩০ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ঈদ শুভেচ্ছার এক পোস্টে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের জনগণ এবং বিশ্বজুড়ে ঈদ উদযাপন করা মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
তিনি বলেন, ‘সতেরো বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ প্রার্থনা করেছিল যে তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করতে পারবে, যেখানে স্বৈরাচারী সরকার আর তাদের কণ্ঠস্বরকে দমন করতে পারেনি। ২০২৪ সালে সেই প্রার্থনার ফল পেয়েছেন তারা। এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দুই হাজারেরও বেশি প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচারীর শৃঙ্খল থেকে মুক্ত।’
‘প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এই ঈদে আমরা স্বৈরাচারী শাসন থেকে মুক্ত একটি দেশে পবিত্র রমজান মাসের পর এই বরকতময় দিনটি উদযাপন করছি। এ জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং সেই সংগ্রামে শহীদ ও আহতদের জন্য প্রার্থনা করছি।’
বিস্তারিত আসছে…