সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক: অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ কীর্তি সুরেশ। পাত্র ১৫ বছরের বয়ফ্রেন্ড অ্যান্টনি থাটিল। স্কুলজীবন থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব পরবর্তীতে প্রেমে রূপান্তরিত হয়, যা এখন বিয়েতে পরিণত হলো। গোয়ায় বিয়ের উৎসব ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলছিল।
এই অনুষ্ঠানে দক্ষিণী ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন, যেমন থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, নায়নী, বরুণ ধাওয়ান প্রমুখ। বিয়ের কয়েকটি ছবি নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবর। বিয়ের এই ছবি প্রকাশের পরই হংসিকা মোতওয়ানি, রাশি খান্নাসহ অনেক তারকা শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, কীর্তি সুরেশ ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সালে নায়িকা হিসেবে অভিষেক হয়। ২০১৮ সালে ‘মহানতি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। সম্প্রতি ‘বেবি জন’ সিনেমার ‘নাইন মাটাজা’ গানে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন।