ফাইল ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত ও ১৩ মামলার আসামি রবিন হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে রায়পুর উপজেলার রাখালিয়া বাজার এলাকা থেকে রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৫ ফেব্রুয়ারি চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুসকে গুলি করার চেষ্টা করেন রবিন ও তার সহযোগীরা। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে রবিনের সহযোগী ফরহাদ হোসেনকে গ্রেফতার করলেও রবিন পালিয়ে যান।
এরপর সে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে এবং তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।