ছবি সংগৃহীত
কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচুত্য হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টা থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সবজিবাহী ‘স্পেশাল ভেজিটেবল’ ট্রেনটি। আজ বিকাল সাড়ে ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে ছিল।
পঞ্চগড়ের প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি-ফল সংগ্রহ করে রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারের ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ট্রেনটি আসছিল।
এছাড়া আজ শুক্রবার টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এতে করে যাত্রীরা স্টেশনে এসে অনেকেই ফিরে যাচ্ছেন। যারা আগেই টিকিট সংগ্রহ করেছিলেন তারা অনেকে টিকিট ফিরিয়ে দিয়ে টাকা বুঝে নিচ্ছেন।
টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমরান হাসান বলেন, গতকাল রাত থেকে সবজি পরিবহন ‘স্পেশাল ভেজিটেবল’ ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেন দুইটি টঙ্গী প্ল্যাটফর্মে আটকে আছে। ঢাকা থেকে নির্দেশনা পেলেই ট্রেন দুইটি তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবে। সিডিউল বিপর্যয়ের কারণে প্রতিটি স্টেশনের আউট সিগনালে বেশ কিছু ট্রেন অবস্থান করছে।
ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, তা নিশ্চিত করতে পারেনি টঙ্গী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার পর খবর পেয়ে রেলওয়ে স্টেশন এলাকার চারপাশে কড়াকড়ি নজরে রয়েছে।