১১তম গ্রেডসহ ৩ দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে আজ বুধবার (২১ মে) থেকে অর্ধ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। এ কর্মসূচি চলবে ২৫ মে পর্যন্ত। দাবি আদায় না হলে ২৬ মে থেকে শুরু হবে পূর্ণ দিবস কর্মবিরতি।

 

এর আগে গত ৫ মে থেকে এক ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা, যা ১৫ মে পর্যন্ত চলে। এরপর ১৬ মে থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তারা।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনের নতুন ধারা গ্রহণ করেছেন শিক্ষকরা।

 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা একযোগে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

 

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সহকারী শিক্ষকদের জন্য প্রস্তাবিত ১২তম গ্রেড আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। আমরা চাই নূ্যনতম ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা দূর করা হোক।’

 

শিক্ষক নেতা খায়রুন নাহার লিপি, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলেন, ‘কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী ১২তম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদের প্রস্তাব আমরা বারবার প্রত্যাখ্যান করেছি। গত ২৪ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলনের মাধ্যমে আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছি। বারবার ১২তম গ্রেডের প্রস্তাব দিলে সহকারী শিক্ষকদের জন্য তা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। আমরা ১২তম গ্রেড মানি না, মানবো না।’

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি—

১. ১১তম গ্রেডে বেতন নির্ধারণ: সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি পদ’ হিসেবে বিবেচনা করে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে।

 

২. উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন: ১০ ও ১৬ বছর পূর্তিতে ১ম ও ২য় উচ্চতর গ্রেডের জটিলতা দূর করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

 

৩. শতভাগ পদোন্নতি নিশ্চিত: প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ দিতে হবে এবং পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সরকার সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে-পরে হবে: ইসি সানাউল্লাহ

» নতুন উদ্যমে র‌্যাবকে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

» করিডোর নিয়ে অবস্থান স্পষ্ট করল সরকার

» জাতীয় চা পুরস্কার পেলেন ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

» হত্যার ঘটনায় এখন পর্যন্ত কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

» আজকের মধ্যেই ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে : আবদুস সালাম

» কোনো ধরনের মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : রমনা ডিসি

» সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি

» আবার শুরু হয়েছে বিভাজনের রাজনীতি: মির্জা ফখরুল

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১১তম গ্রেডসহ ৩ দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে আজ বুধবার (২১ মে) থেকে অর্ধ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। এ কর্মসূচি চলবে ২৫ মে পর্যন্ত। দাবি আদায় না হলে ২৬ মে থেকে শুরু হবে পূর্ণ দিবস কর্মবিরতি।

 

এর আগে গত ৫ মে থেকে এক ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষকরা, যা ১৫ মে পর্যন্ত চলে। এরপর ১৬ মে থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তারা।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনের নতুন ধারা গ্রহণ করেছেন শিক্ষকরা।

 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা একযোগে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

 

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সহকারী শিক্ষকদের জন্য প্রস্তাবিত ১২তম গ্রেড আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। আমরা চাই নূ্যনতম ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা দূর করা হোক।’

 

শিক্ষক নেতা খায়রুন নাহার লিপি, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলেন, ‘কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী ১২তম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদের প্রস্তাব আমরা বারবার প্রত্যাখ্যান করেছি। গত ২৪ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ২৬ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলনের মাধ্যমে আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছি। বারবার ১২তম গ্রেডের প্রস্তাব দিলে সহকারী শিক্ষকদের জন্য তা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। আমরা ১২তম গ্রেড মানি না, মানবো না।’

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি—

১. ১১তম গ্রেডে বেতন নির্ধারণ: সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি পদ’ হিসেবে বিবেচনা করে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে।

 

২. উচ্চতর গ্রেডে জটিলতা নিরসন: ১০ ও ১৬ বছর পূর্তিতে ১ম ও ২য় উচ্চতর গ্রেডের জটিলতা দূর করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

 

৩. শতভাগ পদোন্নতি নিশ্চিত: প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ দিতে হবে এবং পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com