ফাইল ছবি
অনলাইন ডেস্ক:: গাজীপুরের কালীগঞ্জে ১০ মামলার আসামি শাকিল মোল্লাকে (৩৪) গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া ইব্রাহিম মোল্লা উরফে রিপন মোল্লা (৩৩) ও সৈকত বিশ্বাস (২৫) নামে তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, একটি চোরাই পিকআপ ছিনিয়ে নেওয়ার মামলায় সোমবার (০৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাপাটুয়া গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মোল্লা পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে ছিনিয়ে নেওয়া চোরাই পিকআপ উদ্ধার করা হয়।
ওসি বলেন, শাকিল মোল্লা তার শ্বশুর বাড়ি উপজেলার বালুয়াভিটা গ্রামে অবস্থান করছে এমন এক গোপন সংসাবেদর ভিত্তিতে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে পুলিশের অপর এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শাকিল মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত শাকিলের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, মাদক সহ ১০টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ইব্রাহিম ও সৈকতকে মঙ্গলবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।