ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ফেনীতে নির্মাণাধীন ১০ তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে হান্নান হোসেন (২২) নামের এক নির্মাণ শ্রমিকের করুন মৃত্যু হয়।
আজ সকাল সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হোম প্লাস সংলগ্ন বিল্ডিংয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিগত দুই থেকে তিন বছর যাবত নির্মাণাধীন ওই বহুতল বিল্ডিংয়ের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছিলেন হান্নান হোসেন। সোমবার সকাল ৯টার দিকে তিনি দশম তলায় ছাদের সেন্টারিং খোলার কাজ করছিলেন৷ এ সময় অসতর্কতাবশত হঠাৎ তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনা শুনেছি। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।