সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বরগুনার তালতলী উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তালতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. আশিকুল ইসলাম ঈমন এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করা হয়।
তালতলী উপজেলা বাজার সংলগ্ন লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা সদর উপজেলার পরীরখাল লতাকাটা এলাকার আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে মো. পারভেজ (৪০), মো. বারেক এর ছেলে মো. রাজিব নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
নৌবাহিনীর তথ্য সূত্রে জানা যায়, আটককৃতরা লতাকাটা থেকে ট্রলার যোগে উক্ত এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে প্রায় ১০ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তারা আরো জানান, আটকের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তালতলী নৌবাহিনী ডিটাচমেন্টে নেওয়া হয়। পরবর্তীতে তাদেরকে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া প্রবর্তন করা হয়েছে।
এ বিষয়ে তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, নৌবাহিনীর দুই মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, পুলিশ ও নৌবাহিনীর পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।