ফাইল ছবি
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উচ্চ রেজল্যুশনের ১০৮০ পিক্সেল স্ট্রিমিংয়ের পরীক্ষা চালাচ্ছে। রেডিটের ব্যবহারকারীরা প্রথম ১০৮০ পিক্সেল প্রিমিয়াম স্ট্রিমিংয়ের বিষয়ে জানতে পারে।
পিসিম্যাগের কাছে পাঠানো এক ই-মেইলে ইউটিউবের এক মুখপাত্র নিশ্চিত করেন, ইউটিউব প্রিমিয়ামের অল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য ১০৮০ পিক্সেল প্রিমিয়াম কোয়ালিটির পরীক্ষা চালানো হচ্ছে।
মুখপাত্র জানান, ১০৮০ পিক্সেলের উন্নত বিটরেট ভার্সন হচ্ছে ১০৮০পি প্রিমিয়াম। এ ভার্সনে আরো বেশি পিক্সেল তথ্য থাকায় ভিডিওর মান উন্নত থাকে। তবে ১০৮০ পিক্সেল (এইচডি) রেজল্যুশনে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান তিনি।
ইউটিউবের স্ট্যান্ডার্ড ১০৮০ পিক্সেলে বিটরেট প্রতি সেকেন্ডে ৮-১০ মেগাবাইটের মধ্যে থাকে। এছাড়া ভিডিও কম্প্রেশনে কোনো ধরনের কোডেক ব্যবহৃত হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ। নতুন প্রিমিয়াম অপশনটি প্রতি সেকেন্ডে ১৩ মেগাবাইট গতিতে চলবে।
সূএ: ডেইলি-বাংলাদেশ